সম্ভবত সূক্ষ্ম কোন জিনিস যা আমাদের গায়ে ফুটতে পারে আর তার যদি অন্য কোন নাম না থেকে থাকে তাহলে আমরা কাঁটা বলে থাকি। যেমন আলপিন, সূঁই বা সেপ্টিপিন জাতীয় কিছুকে আমরা কাঁটা বলিনা। বড় বড় মাছের যে সমস্ত হাড় আমাদের গায়ে ফুটতে অক্ষম তাদেরকেও কাঁটা না বলে হাড়ই তো বলি নাকি?