বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে, আমাদের শরীরের বিভিন্ন এনজাইম নিঃসরণে রঙের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভিন্ন ভিন্ন রঙের প্রভাবে ভিন্ন ভিন্ন এনজাইম ভালোভাবে নিঃসরণ হয়।
কালো কিন্তু মূলত কোনো রং নয়, বরং আলোর অভাবেই এর সৃষ্টি। এটি কোনো তরঙ্গও বিকিরণ করে না।আলোর সবটুকু শোষণ করে নেয় বলে এই রং ক্ষেত্রবিশেষে ভয় ও প্রচ্ছন্নতার ভাব জাগিয়ে তোলে।কালো রং প্রায়শই আগ্রাসী মনোভাব তৈরি করতে পারে।
অপরদিকে নীল রং মস্তিষ্কে এমন কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যা মস্তিষ্ককে শান্ত রাখে। রক্তচাপ এবং হৃদস্পন্দনের হার কমাতে সাহায্য করে এটি। গাঢ় নীল স্পষ্ট চিন্তার অনুপ্রেরণা দেয়। হালকা নীল আমাদের মনে শান্তির পরশ বুলিয়ে দেয় ও মনযোগ স্থির রাখতে সাহায্য করে।
গবেষকদের মতে নীল রঙের প্রভাবটা মানসিক এবং ইতিবাচক। নীল রং কে মানসিক প্রশান্তির রং হিসেবে চিহ্নিত করা হয়। এ কারণেই কালো কালির কলম থেকে নীল কালির কলম দিয়ে লিখলে মন ভালো থাকে ।
Source : https://www.dainikkhagrachari.com/etcetera/7987