Touhidul Islam -
ঘটনার সাথে বায়ুর তাপধারন ক্ষমতা, গ্রিন হাউস ইফেক্ট এসবের সম্পর্ক আছে। মূলত রাত্রে আমাদের অংশে সূর্যের বিকিরন আসেনা, সুতরাং ভূপৃষ্ঠ উত্তপ্ত তো হয়ই না বরং সারাদিনের শোষিত তাপ বিকিরন করে দেয় যা বায়ুমন্ডল হতে মহাশূন্যে ছড়িয়ে পড়ে। ফলে রাতের বেলা পৃথিবী শীতল হয়। এজন্য সকাল সকাল আবহাওয়া ঠান্ডা থাকে! ঊষালগ্নে সূর্যের আলো আমাদের কাছে তীর্যকভাবে আসে বিধায় বায়ুমন্ডল ততটাও উষ্ণ হয়না, কিন্তু বেলা যত বাড়ে সূর্য বিকিরন স্বতঃস্ফূর্তভাবে তীর্যক হতে খাড়াভাবে আপতিত হয়, ফলে বেশি বিকিরন ভূপৃষ্ঠে আসে। এতে করে বায়ুমন্ডল এবং ভূপৃষ্ঠ উষ্ণ হয়ে উঠে, তাই দিনের বেলা গরম থাকে...!