"খাটো ছেলেদের চেয়ে লম্বা ছেলেদের পুরুষত্ব কম থাকে"
শুনতে অবাক লাগলেও এটাই বৈজ্ঞানিকভাবে প্রমানিত সত্য যে খাটো ছেলেদের তুলনায় অতিরিক্ত লম্বা ছেলেদের পুরুষত্ব কম থাকে।পুরুষের পুরুষত্ব নিয়ন্ত্রনকারী হরমোন টেস্টোস্টেরন এটার পেছনে ভুমিকা পালন করে।
টেস্টোস্টেরনের অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ হচ্ছে অস্থির এপিফাইসিসের সাথে ডায়াফাইসিসের ফিউশন ঘটানো। প্রত্যেক Long bone (ক্লাভিকল বাদে) এর এপিফাইসিস এবং ডায়াফাইসিসের মাঝে কার্টিলেজের তৈরি একটা গ্রোথ প্লেট থাকে যা সময়ের সাথে Disappear করে টেস্টোস্টেরনের প্রভাবে।
যখন এই ফিউশন সংঘঠিত হয় অর্থাৎ গ্রোথ প্লেট disappear করে তখনই ছেলেদের লম্বা হওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। যাদের ক্ষেত্রে আর্লি ফিউশন হয় (অতিরিক্ত টেস্টোস্টেরন থাকার কারনে) তাদের বোনগুলো হয় তুলনামুলক খাটো,ফলে তারা দেখতে খাটো হয়। আর টেস্টোস্টেরন হরমোনের পরিমান কম থাকলে বোন ফিউশন হয় দেরীতে, যার ফলে অস্থি লম্বা হতেই থাকে।ফলে তারা abnormally লম্বা হয়ে যায়।
সোর্স: https://pubmed.ncbi.nlm.nih.gov/7883621/#:~:text=Testosterone%20may%20mediate%20this%20accelerated,length%20of%20long%20bones%20occurs.