প্যারাসাইটের সংজ্ঞা হলো এটা একটা জীব যেটা অন্য জীবন্ত পদার্থের ভিতরে বাস করে এবং তার থেকে পুষ্টি নিয়ে বেঁচে থাকে।
যাকে অবলম্বন করে প্যারাসাইট বেঁচে থাকে তার শরীরে সংক্রমণের জন্য এই প্যারাসাইটই দায়ী থাকে, এবং এইপ্রকার সংক্রমণকে প্যারাসাইটিক সংক্রমণ বলা হয়। বিভিন্ন প্রকারের প্যারাসাইট, ছোটো এককোষী থেকে বহুকোষী, মানুষের শরীরে সংক্রমণ ঘটায়।