Fauzia Afrin Aurin-
ঘড়ির কাঁটা ১০:১০ এ থাকলে ঘড়িটা দেখতে বেশ সুন্দর লাগে। দুটো কাঁটা দুদিকে সমানভাবে হাত মেলে আছে। মনে হবে আপনাকে স্বাগত জানাচ্ছে। একটা প্রতিসাম্য অবস্থা, পরিপাটি ছিমছাম লাগে দেখতে। আর প্রতিটি মানুষ প্রতিসাম্য আর পরিপাট্য পছন্দ করে। তাই ঘড়ির সব বিজ্ঞাপনদাতা এই কায়দাটা অনুসরণ করে আসছে।
১০:১০ এর মধ্যে অনেকে একটা হাসির ছবি খুঁজে পান । মনে হয় ঘড়িটা হাসছে। বেশ খুশি খুশি ভাব দেখা যায়, যাতে ক্রেতা আকর্ষিত হন।
বেশিরভাগ ঘড়িতেই কোম্পানির লোগো মাঝ বরাবর রাখে, অর্থাৎ হয় ১২ এর ঠিক নিচে বা ঘড়ির ঠিক মধ্যেখানে বা নিচের ৬এর ঠিক ওপরে। তাই কাঁটা দুটো ১০:১০ এ থাকলে স্পষ্টভাবে কোম্পানির লোগোটা দেখা যায়।
অনেক কোম্পানি ঘড়ির কাঁটা অন্যভাবে রেখে পরীক্ষা করেছিল। কিন্তু দেখা গেল, বেশিরভাগ ক্রেতাই ১০:১০-এ থাকা ঘড়ির দিকেই হাত বাড়ায়। তারপর আর কেউ কাঁটা বদলানোর রিস্ক নেয়নি।
আবার অনেকের মতে নিহত মার্কিন প্রেসিডেন্টের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে পৃথিবীর সব বিজ্ঞাপনের ঘড়ির কাঁটা এখন ১০:১০ এ থেমে থাকে।