আসলে বলা হয়ে থাকে, রেডিয়াম বা থোরিয়াম ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু ব্যবহৃত হয় না। এর জায়গায় ব্যবহার হয় strontium aluminate যা খুবই এফিসিয়েন্ট একধরণের ফসফর, এটা একবার রিজার্জ করলে অনেকক্ষণ পর্যন্ত আলো বিকিরণ করতে পারে।
1970 সালের আগপর্যন্ত ঘড়িতে রেডিয়াম ব্যবহৃত হত, কিন্তু সেটা স্বাস্থ্যগত ঝুকি, বেশি দাম এবং প্রোডাক্ট ক্ষয় করে ফেলা এসব জিনিস বিবেচনায় রেখে বাদ দেওয়া হয়।