শীতকালে দিন অনেক ছোট হয়ে যায় এবং রাত বড় হয়ে যায়। সেজন্য শীতকালে বেশি সময় ধরে বৈদ্যুতিক বাতির ব্যবহার হয়, যা কিছুটা বেশি বিদ্যুৎ খরচ করে।
“ডে লাইট সেভিং” উদ্যোগটি নেওয়া হয় মূলত বিদ্যুৎ বাঁচানোর জন্য। দিনের আলোর অধিক ব্যবহার ও বিদ্যুতের ব্যবহার কমানোর লক্ষে ইউরোপীয় দেশগুলোতে বছরে দুইবার এই “ডে লাইট সেভিং” পদ্ধতি অনুসরণ করা হয়। এরজন্য প্রতিবছর একবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা সামনে ও আরেকবার এক ঘণ্টা পেছনে পরিবর্তন করা হয়। প্রতিবছর বসন্ত কালের দিকে এক ঘন্টা সময় এগিয়ে দেওয়া হয় আবার শরৎকালে ১ ঘন্টা সময় পিছিয়ে দেওয়া হয়।
এখানে ঘটনাটা হবে এমন যে ঘড়ির কাঁটায় সময় দেখাবে সকাল ৮ টা এবং মানুষ তাদের অফিস, কারখানায় সকল কাজ শুরু করবে কিন্তু আসলে তখন মূল সময় থাকবে সকাল ৭ টা। যার কারণে আগে আগে কাজ শুরু করায় অফিস, কারখানা সহ সকল কর্মক্ষেত্রে ১ ঘন্টা বেশি দিনের আলো ব্যবহার করা হবে।
বেশ কয়েকবার এই উদ্যোগ নিলেও পরবর্তীতে আবার স্থগিত করা হয়। অবশেষে প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘ডে লাইট সেভিং’ চালু হয়।
প্রযুক্তিময় বর্তমান বাস্তবতায় ইন্টারনেট সংযুক্ত ঘড়ি, টেলিভিশন, এনড্রয়েড় কিংবা অ্যাপল ডিভাইসে বা অন্য কোনো ধরনের স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে এ সময় বদলে যাবে।
নোট: ২০০৯ সালে বাংলাদেশেও সময় এক ঘণ্টা পরিবর্তন করা হয়েছিলো। মূলত বিদ্যুৎ বাঁচানোর জন্য তখন এই উদ্যোগ নেওয়া হয়েছিলো। তখন বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতি ছিল খুব বেশি। উদ্দ্যেশ্যে ছিল মানুষ এক ঘণ্টা আগে কাজ করলে এক ঘণ্টা আগে ঘুমিয়ে পড়বে। এর ফলে দিনের বেলা একঘণ্টা বেশি কাজ হবে এবং রাতে একঘণ্টা বিদ্যুতের ব্যবহার কম হবে। কিন্তু যদিও পরবর্তীতে এটা অসফল হয় যেহেতু বাংলাদেশ শীতপ্রধান দেশ না, এটাকে বাদ দিয়ে দেওয়া হয়।
© Mahabub Islam Shanto