Nishat Tasnim -
হাঁস ও এ জাতীয় জলজ পাখি পানিতে ভেসে থাকে কারন এদের হাড়গুলো অস্থিমজ্জ্বা সহ ফাঁপা (tube like bone) থাকে, পেঁটের মধ্যভাগ ফাঁকা (viceral sac) এবং অন্ননালির একাংশ রুপান্তরিত বায়ু কুঠুরি (modified air pouch) যেগুলো তাদের সবমিলিয়ে পানিতে ভাসতে সহায়তা করে।
আর পানি থেকে উঠে আসার পরও এদের পালক/লোম একদম ভেজা থাকেনা তা নয়, কিছুটা ভেজা থাকে যা রোদের ঝলকানিতে বোঝা যায়না, হাত দিয়ে অনুভব করা যায়। তথাপি এদের পালকগুলো (feathers) চকচকে তৈলাক্ত (kitinous) ধরনের হওয়ায় অতিরিক্ত পানি ঝরে যায়।