Nishat Tasnim-
কোনো বস্তু পানিতে ভাসবে না ডুববে এটা নির্ভর করে বস্তুটির ঘনত্বের উপর। যদি কোনো বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয় তবে বস্তুটি পানিতে ভেসে থাকে। আর যদি বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের বেশী হয় তবে বস্তুটি পানিতে ডুবে যায়।
খোসাসহ কমলা পানিতে ভাসার একমাত্র কারণ কমলার খোসায় খুব ছোট ছোট ছিদ্র থাকে। সেই ছিদ্রে বাতাস জমে থাকে। কমলার খোসা এই রকম অসংখ্য বায়ুথলি ধারণ করার কারণে খোসাসহ কমলার ঘনত্ব কম হয়।
কমলার খোসাটা ছাড়িয়ে দিলে সেই বাতাস জমার জায়গাটাও চলে যায়, তখন কমলার ঘনত্ব বেশি থাকে।
খোসাসহ কমলার ঘনত্ব পানির ঘনত্বের থেকে কম হয় তখন কমলা ভাসে এবং খোসা ছাড়া কমলার ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি হয় তখন কমলা ডুবে যায়।
আর্কেমেডিস এর নীতি অনুসারেঃ--
কোন বস্তুর ভাসা পরিমাপ করা হয় আর্কেমেডিস এর নীতির ভিত্তিতে যা হল- যখন কোনো বস্তু তরলে নিমজ্জিত করা হয়, তখন ঐ বস্তু ভাসক বল প্রাপ্ত হয় এবং কিছু পরিমাণ ওজন হারায়, যা ঐ বস্তুর অপসারণকৃত তরলের সমান। অর্থাৎ ভাসক বল= অপসারণকৃত পানির( তরলের) ওজন= হারানো ওজন। যখন কমলাটিকে পানির ভিতর রাখা হয় এখানে দুটি বিপরীতধর্মী বল ক্রিয়া করে।
ভাসক বল এবং অভিকর্ষ বল বা ডুবক বল। অভিকর্ষ বল কমলাটিকে নিচের দিকে টানে যেখানে ভাসক বল কমলাটিকে উপরের দিকে ঠেলে। অভিকর্ষ কমলাটিকে কমলাটিকে এর সমান ওজন বল প্রয়োগ করে নিচের দিকে টানে, যেখানে ভাসক বল কমলার আয়তনের অপসারণকৃত পানির ওজনের সমান বল প্রয়োগ করে।
যদি কমলাটি যে পরিমাণ পানি অপসারণ করে তা যদি কমলার ওজনের সমান বা বেশি হয় তাহলে এটি পানির উপরে থাকবে এবং ভাসবে। খোসা কমলাকে বেশি পানি অপসারণে সাহায্য করে এবং খোসাসহ কমলা ভাসে। যখন কমলার খোসা ছাড়ানো হয় তখন কমলাটি আর বেশি পরিমাণ পানি অপসারণ করতে পারে মা যা অভিকর্ষ বলের চেয়ে কম হয় এবং বস্তুটি ডুবে যায়।
©কোরা