Nishat Tasnim -
মূত্রে উপাদানগুলোর মধ্যে আছে ৯৫ ভাগ পানি। বাকি ৫ ভাগ এর মধ্যে আছে বিপাকীয় প্রক্রিয়ায় উৎপন্ন হওয়া ইউরিয়া। ইউরিয়া এক ধরনের জৈব রাসায়নিক উপাদান। বাণিজ্যিকভাবে উৎপন্ন সারগুলোতে ব্যবহৃত একটি উপাদান হচ্ছে ইউরিয়া। ইউরিয়া সার বর্তমানে অ্যামোনিয়াম নাইট্রেট এর জায়গা অনেকাংশে দখল করে নিয়েছে। ইউরিয়া কে বলা হয় জৈব সার। ইউরিয়াতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে যা গাছের বৃদ্ধির জন্য উপকারি। তাছাড়া মানুষের মুত্রে ফসফরাস, পটাসিয়াম আছে যা গাছের সার হিসেবে কাজ করে।
রেফারেন্সঃ-
https://www.gardeningknowhow.com/garden-how-to/soil-fertilizers/feeding-plants-with-urine.htm