পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য অরুনাভ মিশ্র বলেছেন, ‘‘‌ইউরিনের মধ্যে সামান্য ইউরিয়া আছে, এটা সত্যি৷ তবে, ৯৬ শতাংশই জল৷ দেশব্যাপী মূত্র সংগ্রহ করা এবং তা থেকে ইউরিয়া প্রস্তুত করার ধারণা বিজ্ঞানসম্মত ও বাস্তবসম্মত কিনা তা বলা মুশকিল৷ দেশে-‌বিদেশে বিজ্ঞানীরা এ নিয়ে গবেষণা করলেও তা নিয়ে আর এগোননি৷ কারণ, সম্ভবত ব্যাপারটা অত্যধিক ব্যয় সাপেক্ষ৷ বাণিজ্যিক কোনো প্রতিষ্ঠানও আজ অবধি মূত্র থেকে ইউরিয়া তৈরির পদ্ধতি চালু করেনি৷ যে-কোনো বস্তুর অনেক সোর্স থাকতেই পারে৷ সবসময় যে প্রতিটি সোর্স থেকে সেই নির্দিষ্ট বস্তু প্রস্তুত করতে হবে, এমন বক্তব্যের গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে৷’’
এমনিতে মানুষের মূত্রে ইউরিয়ার স্বাভাবিক পরিমাণ দুই শতাংশ৷ ৯১ থেকে ৯৬ শতাংশ জল৷ তার সঙ্গে থাকে ইউরিয়া, সোডিয়াম, সালফেট, পটাসিয়ামসহ নানা উপাদান৷