এটাকে সমানুকরণ বিক্রিয়া বলে।
যদি দুটি যৌগের আণবিক সংকেত একই থাকে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন হয় তবে তাদেরকে পরস্পর সমানু বলা হয়। আর একটি সমানু থেকে অপর একটি সমানু তৈরির প্রক্রিয়াকে সমানুকরণ বিক্রিয়া বলে।
H4N2CO আণবিক সংকেত দ্বারা ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট NH4CNO ( অ্যামোনিয়াম সায়ানেট) ও H2N-CO-NH2( ইউরিয়াকে) প্রকাশ করা হয়। তাপ প্রদানের ফলে অ্যামোনিয়াম সায়ানেট পূণঃর্বিন্যস্ত হয়ে ইউরিয়াতে পরিণত হয়।এখানে শুধু এক সমানু থেকে অন্য সমানুতে পরিণত হয়।