বেশিরভাগ অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় বর্ণহীন হয়ে থাকে। অ্যালকোহলের সাধারণ ফর্মুলা হলো ROH.
মূলত পানি এবং অ্যালকোহলের ধর্ম প্রায় একই কারন উভয় যৌগে পানির অনু বিদ্যমান তথা এরা হাইড্রক্সিল গ্রুপ ধারণ করে। এই হাইড্রক্সিল গ্রুপ আবার অন্য পানির অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম। তাই একটি অ্যালকোহল অণু যেমন অন্য আরেকটি অ্যালকোহল অণুর সাথে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে তেমনি পানির অণুর সাথেও হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। এই হাইড্রক্সিল গ্রুপ মূলত হাইড্রোফিলিক হয়ে থাকে যা পানির অণুর প্রতি আকর্ষণ কেন্দ্রিক। তাই এই ধর্মের কারনে অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়।