একটা মেয়ের বাংলাদেশ সাধারণ ৯-১৩ বছরের মধ্যে ব্লিডিং শুরু হয়।ব্লিডিং শুরু হওয়া ২ বছরের মধ্যে সন্তান ধারণা ক্ষমতা অর্জন করে।প্রথমত মিলনের ক্ষেত্রে ব্যাথা ও রক্ত ক্ষরণ হতে পারে স্বাভাবিক মতে আবার অনেকে নাও হতে পারে। যোনিতে পাতলা এক ধরণের এটি মূলত যোজক কলার একটি পাতলা ঝিল্লী।যার নাম হ্যাইমেন।প্রথম মিলনে হ্যাইমেন ছিঁড়ে যায় ব্যাথা ও রক্ত ক্ষরণ হতে পারে।যারা খেলোয়াড় ও বেশি কাজ করে সাইকেল চালায় ইত্যাদি কারণে হ্যাইমেন ছিঁড়ে যেতে পারে।আমি মনে করি, এত ছোট কোন মেয়ে সাথে মিলন না করা ভাল।