Nishat Tasnim-
প্রায় সব ধরনের আঠাই তেল ব্যবহার করে তুলা যায়। এর কারণ তেলের হাইড্রোফোবিক অবস্থা। তেল সহজে কোনো কিছুর সাথে মিশেনা এবং আঠার অনুর চারপাশ থেকে একে ঘিরে আঠার ক্ষেত্র কমিয়ে ফেলে। যার ফলে আঠা আঠা ভাব কমে আসে। সরিষার তেলের হাইড্রোফোবিক বৈশিষ্ট্য এর জন্য এটি সহজেই কাঁঠালের আঠা বা যেকোনো আঠা তুলতে পারে।