কার্বন কার্বন 4 বন্ড না হওয়ার কারণ হলো কার্বন এর ইলেক্ট্রন এর অরবিটাল স্ট্রাকচার। কার্বনে একটি s ও ৩ টি p অরবিটাল আছে। কার্বন -কার্বন ৪ বন্ধন মানে (১টি সিগমা) ও (৩ টি পাই বন্ধন) বোঝানো হচ্ছে। কার্বন কার্বন বন্ধনে এমন কোনো physical way নায় যেটার মাধ্যমে চিত্রে পরস্পর বিপরীতমুখী দুটি অরবিটাল কে পাশাপাশি অধিক্রমন করানো যায়। যেহেতু বাকি দুটি অরবিটালকে পাশাপাশি অধিক্রমন করানো যাচ্ছে না তাই c-c 4 বন্ধন হয় না। অার জৈব যৌগে হতে যৌগে H থাকা লাগবে। c এর যোজনী ৪। c-c 4 বন্ধন possible না এবং এতে H থাকতেও পারে না তাই এটি জৈব যৌগ হিসেবেও বিবেচনা করা যাবে না।