কেন্দ্রীয় পরমাণুর অভিন্ন সংকরণ এবং lp, bp এর সংখ্যা অভিন্ন হওয়া সত্ত্বেও H2O অপেক্ষা H2S এর বন্ধন কোণ ছোট হওয়ার কারণ নিম্নরূপ :
কেন্দ্রীয় পরমাণুর আকার বড় হলে এবং বহিঃস্থস্তরে ফাঁকা অরবিটাল থাকলে তার lp-lp এবং lp-bp বিকর্ষণ তুলনামূলক ভাবে বেশি হয়। আবার কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে bp-bp বিকর্ষণ তুলনামূলক ভাবে বেশি কার্যকর হয়। O অপেক্ষা S এর আকার বড়, বহিঃস্থস্তরে ফাঁকা d অরবিটাল বিদ্যমান। তাছাড়া O অপেক্ষা S এর তড়িৎ ঋণাত্মকতা কম। তাই পানি অপেক্ষা H2 Sএর lp-lp, bp-lp বিকর্ষণঅধিক কার্যকারী এবং bp-bp বিকর্ষণ কম কার্যকরী। এর ফলে H2O অপেক্ষা H2 S এর বন্ধন কোণের সংকোচন বেশি হয়। তাই পানি অপেক্ষা H2 S এর বন্ধন কোণ ছোট হয়।