বাঘের দুধ মাটিতে পড়লে শক্ত হয়ে যায় , কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন । এটা কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। তবে বাঘের দুধের ঘনত্ব অনেক বেশী হওয়ার কারনে মাটিতে পরলে পানির কিছু অংশ মাটিতে শুষিত হয় ফলে দুধটিকে থলথলে মনে হয়, তাই বলে তো আর শক্ত পদার্থ হয়ে যায় না। সুতরাং কথাটি সত্য নয়।
@Dr. Mamunur Rashid