প্রাচীনকালে মানুষের ধারনা ছিল পৃথিবীর সমতল, এই ধারনা থেকে সরিয়ে নিতে প্রথম পদক্ষেপ নিয়েছিলেন পিথাগোরাস। পৃথিবী সমতল নয় গোলাকার এ কথা বলার জন্য তখন তাকে নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করেছে। কিন্তু আজ এই একবিংশ শতাব্দীতে যখন মানুষের তৈরি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট এই গোল নগ্ন পৃথিবীর ছবি তুলে মানুষের কাছে পাঠিয়ে যাচ্ছে তখন না ফেরার দেশ থেকে পিথাগোরাসের মুচকি হাসিটি চোখে পড়বে আকাশের দিকে তাকালেই।যার প্রমান আজকাল গুগল ম্যাপ,গুগল আর্থ।
স্যাটেলাইট নিঃসন্দেহে এটি একবিংশ শতাব্দীর একটি অবিস্মরণীয় আবিষ্কার। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অন্য দেশের উপর নজরদারীর জন্য তৈরি করা হলে ও বর্তমানে পুরো বিশ্ব যেন দাঁড়িয়ে আছে স্যাটেলাইট প্রযুক্তির উপর।