টিকা দেওয়ার অর্থ মূলত যে রোগের জন্য দেওয়ার হয় সেই রোগের জীবনু নিষ্ক্রিয় ভাবে নিয়ন্ত্রিত পরিমানে নেওয়া। আর তখন শরীরে বহিরাগত বস্তু প্রবেশ করায় আপনার শরীর ঐ জীবানুর প্রতি আত্মরক্ষা সৃষ্টি করে যার ফলে প্রদাহ হয় যেমন টিকা দেওয়া স্থানে ব্যাথা হওয়া/ফুলে যাওয়া/শক্ত হয়ে যাওয়া বা জ্বর আসা।