Nishat Tasnim-
শরীরের কোনো অংশ কেটে গেলে সেখানকার সূক্ষ্ম রক্তনালীগুলো কেটে যায়, তাই রক্তপাত হয়। জোড়া লাগার সময়ে রক্তনালীর কাটা অংশগুলোতে এক রকম কুঁড়ি তৈরি হয়। এই কুঁড়ির সংখ্যা বাড়তে থাকে আর আকারেও এরা বৃদ্ধি পায়। কাটা অংশের ভিতর দিয়ে গিয়ে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে যায় তখন রক্ত চলাচল অারম্ভ হয় এবং বহিঃত্বকের কাটা অংশের দুপাশের কোষগুলো ক্রমাগত সংখ্যায় বেড়ে ক্ষত অংশটি বন্ধ করে দেয়।
কেটে গেলে দাগ হওয়া সাধারণত আমাদের শরীরের জৈবিক প্রক্রিয়াগুলির সংমিশ্রণের উপর নির্ভরশীল। কোনো ক্ষতের দাগ বসে যাওয়া নির্ভর করে ক্ষতের বৈশিষ্ট্য এবং কীভাবে ক্ষত নিরাময় হয়েছে এবং ত্বকের কোষগুলি কিভাবে ক্ষত পূরণ করেছে তার উপর। দুর্ভাগ্যক্রমে, অনেক সময় যখন আমাদের ত্বক আহত হলে কাটা পরিষ্কার বা জীবাণুমুক্ত করা হয়না, যার ফলে দাগ বসে যেতে পারে। ক্ষত যদি খুব দ্রুত সেরে যায় তবে দাগ থেকে যেতে পারে। তাছাড়া অনেক সময় ক্ষতস্থানের কোলাজেন ভেঙে যায় এবং রক্ত সরবরাহ হ্রাস পায়, যার ফলে ক্ষতের দাগ বসে যায়।