এসিড নিক্ষেপ করার সময় যদি সেখানে কোন কিছু ক্ষারজাতীয় প্রয়োগ করা হয় তবে সেই ক্ষারজাতীয় সামগ্রী এসিডকে নিউট্রালাইজ করবে। এর ফলে সেই জায়গায় ব্যথা কমে যেতে পারে। এছাড়াও এসিড নিক্ষেপ এর পর যদি সঠিকভাবে পরিষ্কার না করা হয় তবে তা আগের থেকে আরও বেশি ব্যথা উত্পন্ন করতে পারে এবং সেই জায়গায় আগুনের ধাপট উঠে উঠে করে চলতে পারে।