Samsun Nahar Priya-
আমরা জানি শক্তি অবিনশ্বর। শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই তাহলে মানুষ মারা গেলে এই শক্তি যায় কোথায়?
থার্মোডায়নামিক্স (Thermodynamics) অনুযায়ী, শক্তি ধ্বংস হয় না বা সৃষ্টি হয় না, শক্তি কেবল এর অবস্থার পরিবর্তন ঘটিয়ে থাকে। স্যার আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি অনুযায়ী , শক্তি এবং ম্যাটার (পদার্থ) হলো আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি। তবে শক্তির এই বিষয়টি সম্পর্কে জানতে হলে আপনাকে আগে তাপগতিবিদ্যা বা থার্মোডায়নামিক্স সম্পর্কে জানতে হবে। তাপগতিবিদ্যা অনুসারে, মানুষসহ বাস্তুতন্ত্রের অন্যান্য উপাদান হলো উন্মুক্ত সিস্টেমের অন্তর্ভুক্ত। তথা আমরা কেবল আমাদের চারপাশে বিভিন্নভাবে শক্তির পরিবর্তন ঘটিয়ে থাকি। মানবদেহ বিভিন্ন পরমানুর সমন্বয়ে গঠিত এবং মৃত্যুর পর এই পরমানু ও শক্তি (যেটি বিগ ব্যাং সৃষ্টির সময় থেকেই আছে) শেষ না হয়ে পুনরায় গঠিত হয় যা চারপাশের পরিবেশের বিভিন্ন পদার্থ/বস্তুর মধ্যে রুপান্তরিত হয়। অর্থাৎ এই মহাবিশ্বের সময় শেষ না হওয়া পর্যন্ত শক্তির রূপান্তর ঘটতে থাকবে।