গবেষকরা ৮ হাজারটি রুবিডিয়াম পরমাণুর গ্যাসপ্রবাহকে -২৭৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠাণ্ডা করেছিলেন। তার পর সেই জমাট বাঁধা গ্যাসপ্রবাহকে একটি লেজার রশ্মি দিয়ে একটি জায়গায় আটকে রেখেছিলেন। তাতে পদার্থের একটি অদ্ভূতুড়ে অবস্থার জন্ম হয়েছিল; যার নাম- ‘বোস-আইনস্টাইন কনডেনসেট (বিইসি)’।
এমন অবস্থায় পদার্থের হাজার হাজার পরমাণু মিলেমিশে একটি পরমাণুর মতো আচরণ করে। তার পর আর একটি লেজার রশ্মির মাধ্যমে গবেষকরা সেই রুবিডিয়াম গ্যাসকে ঝরনার জলের মতো বইয়ে দিতে পেরেছিলেন। সেভাবেই গবেষণাগারে জন্ম হয়েছিল ব্ল্যাক হোলের। গবেষকরা অবশ্য ফোটনের পরিবর্তে শব্দতরঙ্গের কণা ‘ফোনন’কে ব্যবহার করেছিলেন।
সোর্স: ডেইলি বাংলাদেশ