পাওয়ার ব্যাংকের মতো ইন্টারনেট ডেটাও কি সেভ করা সম্ভব ?
পারতপক্ষে, উত্তরটা হলো "না" । কারণটা বুঝতে আগে বুঝুন 'ইন্টারনেট' কি !
ধরুন, আপনারা ৫ বন্ধু ঠিক করলেন ৫ জনের বাসায় প্লাস্টিকের পাইপ দিয়ে কানেকশন তৈরি করে সাবান, শ্যাম্পু বিনিময় করবেন । বাসাসহ পুরো এই ব্যবস্থাটিই Internet যেখানে সাবান হলো ডেটা, পাইপ হলো মাধ্যম (medium) আর আপনারা হলেন Users । পরে ঠিক করলেন পাইপ না কাজের লোক দিয়ে সাবান পাঠাবেন । তারপরও সিস্টেমটা হল Internet আর কাজের লোকটা হলো মাধ্যম ।
হাজার হাজার ডিভাইস (মোবাইল, পিসি) রাউটার, ব্রডব্যান্ড তার, মোবাইল ডেটা ইত্যাদির মাধ্যমে তাদের লোকাল iSP-এর সাথে যুক্ত থাকে যারা National Provider (যেমন BDIX) এর সাথে যুক্ত । তারাও সাবমেরিন ক্যাবল ইত্যাদি দ্বারা বড় বড় সার্ভারের সাথে যুক্ত । বহু আগে থেকেই বড় সার্ভারগুলো একে অপরের সাথে যুক্ত । এভাবে সার্ভার-টু-সার্ভার বা সরাসরি ডেটা বিনিময় করে লক্ষ লক্ষ ডিভাইস মিলে কানেকশন তৈরি করে । এটাই Internet ।
ইন্টারনেট পাওয়ার ব্যাংকের মতো সেভ করা ইলেকট্রন বা আয়ন নয় যে একে জমানো যাবে । এটা একটা ব্যবস্থা । যদি ডেটা সংরক্ষণ করেন তাহলে সেটা আপনার কাছেই (পিসিতে) আছে । যদি বন্ধুর ডেটা চান তাহলে অবশ্যই সংযোগ লাগবে । আর সংযোগ পেলে সেটাই নেটওয়ার্ক হয়ে যাবে । আর লক্ষ লক্ষ ডিভাইসে যে নেটওয়ার্কটা জালের মতো আষ্ঠেপৃষ্ঠে আছে তা-ই ইন্টারনেট ।
এ কারণেই কারেন্ট গেলেও যদি রাউটার চালু করতে পারেন, তখনও নেট চলবে !
তবে ভবিষ্যতে এমন প্রযুক্তি হয়তো আসতেও পারে !
রচনা : Ridoan's ✌️✌️