হিলিয়াম নামক মৌলের আইসোটোপ হিলিয়াম-২, হিলিয়াম-৩ কে যদি ২.৮ কেলভিন তাপমাত্রার নিচে(২.৮>) তরলে পরিণত করা হলে, তা সুপার ফ্লুইডে পরিণত হয়। এ অবস্থায় তরলের সান্দ্রতা থাকে শূণ্য। তরল পদার্থের অভ্যন্তরীণ ঘর্ষণের ফলদ প্রবাহিত হওয়ার সময় তরল পদার্থটি যে বাধার সম্মুখীন হয় সেই বাধাদানকারী বলটিই হলো সান্দ্রতা। আর সান্দ্রতা শূন্য থাকার ফলে তরলে অভ্যন্তরীণ কোনো ঘর্ষণ নেই যার ফলে পাত্রভর্তি সুপার ফ্লুইড নিলে তা উপচে পড়া কখনো বন্ধ হয় না।