মানুষের দেহের ভিতর আছে নানা ধরনের জীবাণু ও মাইক্রোঅর্গানিজম। মারা যাওয়ার পর মানুষের নিশ্বাস বন্ধ হয়ে গেলেও পরিবেশ উপস্থিত বাতাস নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করতে পারে। এর জন্য শরীরের ভিতর ক্ষতিকর রাসায়নিক প্রভাব পড়তে পারে বা fermentation হতে পারে।
আবার, বাতাস মৃতদেহের নাক শরীরে প্রবেশ করলে শরীর ফুলে যেতে পারে। তাই মারা গেলে নাকে ও কানে তুলা প্রবেশ করানো হয় যাতে এইসব মাইক্রো অর্গানিজম গুলো আশেপাশের পরিবেশের ও মানুষের সংস্পর্শে না আসে। নাকে তুলা দেওয়া থাকলে মৃত ব্যক্তির নাক দিয়ে অক্সিজেন প্রবেশ করতে পারেনা এবং শরীরের ভিতরের অঙ্গগুলোর বিয়োজন দেরিতে হয় এবং পচন রোধ হয়।
ক্রেডিট: নিশাত তাসনিম (সায়েন্স বী)