ডােপামিন হচ্ছে একধরণের নিউরোট্রান্সমিটার সহজ ভাষায়, নিউরােট্রান্সমিটার হলাে এক প্রকার রাসায়নিক পদার্থ যার মধ্য দিয়ে বিভিন্ন উদ্দীপনা এক নিউরন(স্নায়ুকোষের একক) থেকে অন্য নিউরন অথবা শরীর অন্যান্য অংশে বহন করে নিয়ে যায়। এগুলাে প্রাকৃতিকভাবে শরীরে উৎপন্ন হয় এবং স্নায়ুতন্ত্র এটি ব্যবহার করে বিভিন্ন উদ্দীপনা স্নায়ুকোষের মাধ্যমে প্রেরণ করে। তাই, একে অনেকস সময় নিউরােট্রান্সমিটার কে "রাসায়নিক দূত" (Chemical Messenger) বলা হয়ে থাকে।
ডােপামিন আমাদের আনন্দানুভূতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আমাদের ইউনিক চিন্তা এবং পরিকল্পনার জন্যও গুরুত্বপূর্ণ। এছাড়াও, এটি আমাদের প্রচেষ্টা বা সংগ্রাম, ফোকাস এবং বিভিন্ন বিষয়কে আনন্দঘন করে তােলার জন্যও সাহায্য করে। এককথায়, ভালাে লাগার। বিষয়টাই এই ডােপামিন দ্বারা নিয়ন্ত্রিত। তাই, ডােপামিনকে "Feel Good Hormone" বলা হয়।