আমাদের সার্বিক মুড(mood) বা মনের ভাবকে নিয়ন্ত্রণ করে ডোপামিন। আবেগ বা উত্তেজনায় আমরা কিভাবে সাড়া দেব, তাও ডোপামিন নিয়ন্ত্রণ করে। ডোপামিনকে কখনো 'feel-good' হরমোন বলা হয়।যে কাজে পুরস্কার লাভের সম্ভাবনা আছে সেই কাজ করার প্রেরণা যোগায় ডোপামিন। যেমন একজন ছাত্র জানে যে ভালো করে পড়াশোনা করলে পরীক্ষায় ভালো ফল হবে। সেখান থেকে ভালো চাকরি হবে। ভালো চাকরি হলে সে ভালো বাড়ি, মনের মত গাড়ি, শখের জিনিস এসব কিনতে পারবে। তাই তাকে পড়াশোনা করতে প্রেরণা যোগাবে ডোপামিন।