ত্বকের উপর ট্যাটু আঁকা হয় মূলত ত্বকের ৩ থেকে ৫ মিলিমিটার গভীরে কালি দিয়ে। মানুষের ঘামগ্রন্থীও প্রায় একই গভীরতায় থাকে। পূর্বে করা রিসার্চে দেখা গিয়েছে যে চ্যাটু করা মানুষের ঘামে লবণ (সোডিয়াম) এর পরিমাণ বেশি থাকে। নতুন গবেষণা মতে ট্যাটু করার জন্য ব্যবহৃত কালি প্রাকৃতিক ঘাম নিঃসরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। এবং ট্যাটু করার প্রক্রিয়ায় মানুষের ঘামগ্রন্থী ক্ষতিগ্রস্ত হয়। মানবদেহ থেকে তাপ নিঃসরনণ কম হয় এবং ঘামও কম হয়।
ক্রেডিট: নিশাত তাসনিম