ট্রান্সজেন্ডারও সেক্স হরমোন নিঃসৃত হয়, কিন্তু এদের জন্মদান ক্ষমতা থাকে না। রূপান্তরিত লিঙ্গ-এর ব্যক্তিবর্গ (Transgender, ট্রান্সজেন্ডার) হল সেসব ব্যক্তি যাদের মানসিক লিঙ্গবোধ জন্মগত লিঙ্গ চিহ্ন হতে ভিন্ন।রূপান্তরিত লিঙ্গের ব্যক্তিবর্গ যদি তাদের লিঙ্গ পরিবর্তন করতে ডাক্তারি সাহায্য কামনা করে তবে তাদেরকে অনেকসময় রূপান্তরকামী নামে ডাকা হয়।ট্রান্সজেন্ডার ব্যক্তিদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু হরমোন ওষুধ হিসেবে গ্রহণ করতে হয় যাতে তার কাঙ্ক্ষিত লিংগ পরিপূর্ণভাবে প্রকাশ পায়। অন্যান্য লিঙ্গের মতোই ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত লিঙ্গের যৌনতার পূর্ণ পরিসর আছে। যৌন সম্পর্কে আকৃষ্ট নয়, এমন ট্রান্সজেন্ডার মানুষও আছেন।পুরাতন গবেষণা থেকে জানা যায় অধিকাংশ রূপান্তরকামী নারীরা পুরুষদের প্রতি আকৃষ্ট হয়েছেন ও অর্দ্ধেক শতাংশ অন্য নারীদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে লিপ্ত হয়েছেন। অনেক জায়গাতেই রূপান্তরকামীরা (মূলত রূপান্তরকামী নারীরা) যৌন কর্মে অংশ নেন। কর্মসংস্থান বৈষম্যের কারণেই এই সমস্যার উৎস। তবে যৌন কর্মে অংশগ্রহণকারী অনেক রূপান্তরিত পুরুষই গে ফর পে অর্থাৎ সাংসারিক ভাবে বিপরীতকামী হলেও কাজের সময়ে তারা সমকামী হন। তাই বলা যায় যে, ট্রান্সজেন্ডারও সেক্স হরমোন নিঃসৃত হয়, কিন্তু এদের জন্মদান ক্ষমতা থাকে না।
ক্রেডিট : মিথিলা ফারজানা মেলোডি