কাগজের মূল উপাদান হলো সেলুলোজ। যা পানি ধারণ করে কাগজকে দীর্ঘদিন সঠিক অবস্থা বজায় রাখতে সাহায্য করে থাকে।
কাগজে সঠিক পরিমাণে সেলুলোজ থাকায় তা নিদিষ্ট দিন ব্যাপি কাগজের সঠিক অবস্থা তা স্থায়িত্বে কিংবা আয়তনে নতুবা সঠিক আকার ও শুকিয়ে গিয়ে কাগজের গঠন বিকৃতি হতে সাহায্য করে থাকে।
মূলত দীর্ঘদিন ব্যবহারে সেলুলোজ এর পরিমাণ নষ্ট হওয়ায় কাগজে মরমর শব্দ এবং খুব সহজেই কাগজ ছিড়ে ফেলা যায়।