স্টেরয়েড ইনহেলার অথবা স্টেরয়েডযুক্ত ইনহেলার ব্যবহারের পর পানি দিয়ে মুখ কুলি করুন। না হলে মুখে ঘা হতে পারে। সুফল পেতে ইনহেলারের সঙ্গে স্পেসার (একটি যন্ত্র) ব্যবহার করুন। শুধু ইনহেলার ব্যবহার করার চেয়ে স্পেসারের মাধ্যমে ব্যবহার করলে ওষুধ ফুসফুসের ভেতর যায় প্রায় দ্বিগুণ পরিমাণে। ফলে ওষুধের কার্যকারিতা অনেক বেশি মেলে। আবার শ্বাসের মাধ্যমে স্টেরয়েডজাতীয় ওষুধ নিলে মুখে বা গলায় ক্যানডিডা নামের ছত্রাকের সংক্রমণ হতে পারে, কারও কারও গলার স্বর মোটা হয়ে যায়। এসব ক্ষতির আশঙ্কা স্পেসার ব্যবহার করলে থাকে না বললেই চলে।