Anamika Sultana Sayida-
ইনহেলারে আজব কোনও ওষুধ নেই৷ এটাই ট্যাবলেট, ইনজেকশন ও সিরাপে পাওয়া যায়৷ কিন্তু যেখানে লড়াই চলছে সেখানেই তো সৈন্য পাঠাতে হবে৷ তাই ওষুধটা শ্বাসনালিতে পাঠানোর একটা উপায় মাত্র ইনহেলার৷ ট্যাবলেট খেলে সেটা প্রথমে পেটে যাবে, সেখান থেকে লিভার ঘুরে রক্তে এবং তার পর সারা শরীরে ছড়িয়ে পড়বে৷ তার মধ্যে যেটুকু ভগ্নাংশ শ্বাসনালিতে পৌঁছবে সেই টুকু কাজ, আর বাকিটা যা হাত-পা, হৃৎপিণ্ড, মস্তিষ্কে পৌঁছবে সেখানে তার কোনও কাজ নেই, কিন্তু আছে পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ, অকাজ৷ এ ছাড়া ট্যাবলেট তো হয় মিলিগ্রামে৷ তার হাজার ভাগের কম ভাগ মাইক্রোগ্রামে ইনহেলার ওষুধটাকে পৌঁচ্ছে দিচ্ছে শ্বাসনালিতে, আর কোথাও যাচ্ছে না৷ অর্থাৎ, কোনও অকাজ নেই, শুধু কাজ৷
আর ইনহেলার শ্বাসকষ্ট সম্পূর্ণ নির্মূল করতে পারে।সেজন্য আপনাকে রোগের একদম শুরু থেকেই সঠিক মাত্রায় নিয়মিত ইনহেলার ইউজ করতে হবে।স্টেরয়েড ইনহেলারে হাঁপানি বা শ্বাসকষ্ট সম্পূর্ণ ভালো হয়।একজন হাঁপানি রোগীকে সাধারণত দু’ রকম ইনহেলার ব্যবহার করতে হবে৷ প্রয়োজনে শ্বাসকষ্ট হলে তিনি নেবেন SALBUTAMOL ইনহেলার৷ আর নিয়মিত নেবেন (কষ্ট থাক বা না থাক) স্টেরয়েড।
একদম প্রাথমিক অবস্থা থেকে নিয়মিত স্টেরয়েড ইনহেলার ইউজ করলে একদম সময় হাঁপানি কমে আসবে এবং এক সময় সম্পূর্ণ নির্মূল হবে।