ইনহেলার মূলত শ্বাসকষ্ট, হাঁপানি রোগীরা ব্যবহার করেন।
তাই বলে এটি অক্সিজেনের বিকল্প হিসেবে কাজ করবেন এটি ভুল ধারণা। করোনায় আক্রান্ত রোগীর যদি হাঁপানি থাকে, তবে সে নিয়মিত ইনহেলার ব্যবহার করতে পারবে, তাতে কোনো দ্বিধা নেই তবে, করোনার রোগীদের নেবুলাইজার ব্যবহার করা নিষেধ। কারণ, নেবুলাইজার যন্ত্রে অ্যারোসল তৈরি হয়। এতে জীবাণু চারপাশের বাতাসে সহজে ছড়িয়ে পড়ে। কিন্তু অক্সিজেনের বিকল্প কিছু নেই। তাই এই মূহুর্তে ইনহেলার কোনো কাজে আসবে না।
ক্রেডিট : নাফিসা তাসমিয়া