কলমের কালি তৈরিতে নির্দিষ্টভাবে কোন রাসায়নিকের ব্যবহার করা হয় না। কোম্পানীগুলো তাদের পছন্দ অনুযায়ী একেক ধরনের রাসায়নিক ব্যবহার করে থাকে। তবে জেলপেন সহ বেশ কয়েক ধরনের কলমে দ্রাবক হিসেবে অনেক ক্ষেত্রেই পানির ব্যবহার করা হয়।
শীতকালে যেহুতু বাতাসের আর্দ্রতা কম থাকে তাই অন্যান্য সময়ের তুলনায় বাতাস কোন বস্তু থেকে দ্রুত পানি শোষণ করে। এক্ষেত্রে যদি কলমের মুখ খোলা রাখা হয় তাহলে খুব সহজেই সেখান থেকে পানি বাতাসে মিলিয়ে যেতে পারে এবং যার ফলস্বরূপ কলমের কালি শুকিয়ে যেতে পারে।। তবে এটা একটা সাধারণ কারণ মাত্র। কালি শুকিয়ে যাওয়ার পিছনে আরো অনেক ধরনের কারণ থাকতে পারে।