তাপ আর আর্দ্রতা আলাদা জিনিস। তাপ এমন জিনিস যেটা গরম বা ঠান্ডার অনুভূতি জাগায়, আর্দ্রতা এবং শুষ্কতা নির্ভর করে বাতাসে কি পরিমান জলীয় বাষ্প আছে তার উপর। তাপমাত্রা বাড়লে সেই জিনিসটা গরম হবে মানে সেখানে বেশি তাপ যাবে। যদিও তাপ আর তাপমাত্রা ভিন্ন জিনিস। এখানে এই প্রশ্নের সাথে সেটা রিলেটেড নয় তাই স্কিপ করলাম। যাইহোক, তাপমাত্রা বাড়ার কারনে পুকুর বা নদী নালার পানির তাপ বাড়তে পারে তবে এটা শুকাবে কিনা বা কতটা শুকাবে সেটা নির্ভর করে বাতাসের আর্দ্রতার উপর। আর্দ্রতা বেশি মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, মানে সেই বাতাসে বেশি পরিমান পানি বা ভেজা ভেজা অবস্থা এটা বোঝার সুবিধার্থে বললাম যেহেতু প্রশ্ন একেবারে ব্যাসিক লেভেলের। আর্দ্রতা কম মানে বাতাসে জলীয় বাষ্প কম অর্থাৎ বাতাস বেশি শুষ্ক। শীতকালে বাতাসে আর্দ্রতা কম থাকার কারনে বাতাস শুষ্ক থাকে এজন্য বাতাস চায় পানি পেতে এবং একটা ভারসাম্য পর্যায়ে আসতে। এই কারনেই জামাকাপড়, ত্বক ঠোঁট, বা পানির উৎস যেখানে আছে সেখান থেকে পানি শোষণ করতে থাকে যার ফলে শুকিয়ে যায়, ঠোঁট ফেটে যায়, জামাকাপড় দ্রুত শুকায়। তাছাড়া সাধারণ শীতকালে বৃষ্টিপাত কম হয় বা একেবারেই হয় না। এটাও একটা কারন।
@ইমরান