Ahnaf Anjish-
ব্যাপন একটি সম-স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় কোনো কঠিন, তরল, বায়বীয় পদার্থ উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে। পানির ঘনত্ব অপেক্ষা কালির ঘনত্ব বেশি থাকায় কলমের কালি পানিতে ছড়িয়ে পড়ে।
তবে গরম পানিতে কালি ঢাললে ঠান্ডা পানির তুলনায় তাড়াতাড়ি মিশে যায়।