ছেলে-মেয়েদের বাহ্যিক যৌনাঙ্গ তৈরি হয় ভ্রুণ থাকা অবস্থাতেই।তবে তখনো তারা সম্পুর্ণ রূপে ছেলে বা মেয়ে হিসেবে প্রকাশ পায় না।প্রকাশ পায় সাধারণত বয়ঃসন্ধিকালে।তখন ছেলেদের টেস্টোটেরন নামক সেক্স হরমোন নিঃসৃত হয়ে আচরণ ও শারীরিক কিছু পরিবর্তন ঘটায়।অনুরূপভাবে মেয়েদের ইস্ট্রোজেন নামক সেক্স হরমোন মেয়েদের আচরণ ও শারীরিক কিছু পরিবর্তন ঘটায়।
আবার ছেলেদের মাঝে টেস্টোটেরন বাদেও অল্প পরিমানে ইস্ট্রোজেনও নিঃসৃত হয়।যদি ইস্ট্রোজেনের মাত্রা টেস্টোস্টেরন থেকে বেশি হয় তবে ছেলেটি একটু মেয়েলি আচরণ করে থাকে ইস্ট্রোজেনের প্রভাবে।