নাকের মিউকাস মেমব্রেন কোনো কারণে উত্তেজিত হয়ে উঠলে বুকের পেশি এবং পেটের ডায়াফ্রামের তীব্র সংকোচনের মাধ্যমে নাক এবং মুখ দিয়ে তীব্র বেগে বাতাস বেরিয়ে যাওয়ার প্রসেসকে Sternutation বা sneeying বলা হয়। নাককে ইরিটেট করা কোনো কিছুকে শরীর থেকে দ্রুত বের করে দেওয়ার প্রসেসটিই হাঁচি। এতে নাক, মুখ, বুকের হাড়, ফুসফুস, ডায়াফ্রাম, চোখ, নার্ভাস সিস্টেম এবং ব্রেইন, একসঙ্গে শরীরের মাল্টিপল সিস্টেম সংযুক্ত হয়।
আমাদের খাদ্যনালি, শ্বসন নালি, ফুসফুস নালি পরস্পর যুক্ত থাকে, যখন হাচি হয় তখন খাবার নালি দিয়ে বাতাস বাহিরের দিকে আসার সময় তা নাসাছিদ্র দিয়ে বের হয়, এবং যখন খাবার খাবার সময় হাচি আসে তখন সেই বাতাসের সঙ্গে কিছু পরিমান খাবার চলে আসে নাকের ছিদ্রে।
তথ্যসূত্রঃ যুগান্তর + নিজ মতামত