বাদুড় কে অনেকেই পাখি মনে করেন। কিন্তু বাদুড় আসলে স্তন্যপায়ী প্রাণী। বাদুড় পাখির মতো ডিম পাড়ে না, বরং সরাসরি বাচ্চা প্রসব করে। স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও বাদুড় পাখির মত উড়তে পারে। কেবলমাত্র বাদুড় স্তন্যপায়ী উপগোষ্ঠীই পক্ষীকূলের মত দুটি ডানা আছে, যা তাকে উড্ডয়নে সাহায্য করে। এই উড়তে পাড়ার সামর্থ্যই বাদুড়কে অন্য সকল স্তন্যপায়ীদের থেকে ব্যতিক্রমী করে তুলেছে।