সাধারনত স্তন্যপায়ী প্রাণীদের দেহে লোম/পশম গজিয়ে থাকে। এমনকি সামুদ্রিক যেসব স্তন্যপায়ী প্রাণী আছে যেমন- তিমি, ডলফিন ইত্যাদি প্রাণীদেরও লোম আছে। স্তন্যপায়ী প্রাণীদের দৈহিক বৈশিষ্ট্যগুলোর মধ্যে লোম একটি।
তবে স্তন্যপায়ী প্রাণীদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এদের রক্ত উষ্ণ প্রকৃতির, যার ফলে বেঁচে থাকার জন্য এদের দেহে উচ্চ তাপমাত্রারভ প্রয়োজন। লোম মূলত দেহের ত্বকের উপর একধরনের আবরণ/স্তর সৃষ্টি করে যা দেহকে পরিবেশের শীতল তাপমাত্রা থেকে রক্ষা করে ও পৃথক করে। দেহের লোম/পশম যত ঘন হবে ততই দেহের উষ্ণতা বজায় থাকবে। এছাড়া, সব স্তন্যপায়ী প্রাণীরা সবধরনের তাপমাত্রাই খাপ খেয়ে চলতে পারে না। তাই লোম/পশম দেহের তাপমাত্রা সঞ্চলন করে থাকে।
মূলত দেহকে রক্ষার জন্যই প্রাণীদেহে লোম গজায়।