উন্নত দেশগুলো বিশেষ করে অফিশিয়াল কাজে ২৪ ঘন্টা ক্লক সিস্টেমই ব্যবহার করে। নিজেদের জায়গায় ১২ ঘন্টা ক্লক সিস্টেমও ব্যবহার করে। তবে ২৪ ঘন্টা স্ট্যান্ডার্ড (আমার জানা মতে)। কারন ১২ ঘন্টা সিস্টেমে am/pm উল্লেখ না করলে আপনি আসলে বুঝবেন না টাইমটা কি সকালের না রাতের। তো সেক্ষেত্রে যে জিনিসটা শুধুমাত্র সংখ্যা দিয়েই প্রকাশ করা যাচ্ছে, সেখানে ২৪ ঘন্টাকে দুই ভাগ করার কোন মানে আছে? আরেকটা হচ্ছে, আমরা দিনের হিসাব রাত ১১:৫৯ - পরের রাত ১১:৫৯ পর্যন্ত কাউন্ট করি, যেখানে দিনের হিসাব 0:00-২৪:00 পর্যন্ত ইজিলি বুঝা যাচ্ছে। এজন্য উন্নত দেশগুলো ২৪ ঘন্টাতেই ক্লক সিস্টেম ব্যবহার করে।