প্রাকৃতিকভাবে 12 থেকে 13 বছরের মধ্যে ছোটোবেলায় উঠা সব দাঁত পড়ে যায় আর উঠা শুরু করে।এই দাঁত উঠতে অনেক সময় দেরিও হতে পারে।17 বছর বয়সেও এই পড়ে যাওয়া দাঁত উঠতে পারে।অনেকসময় জায়গার অভাবেও দাঁত উঠে না বা অন্য দাঁতের গোড়া দিয়েই উঠতে থাকে।আবার জেনেটিক কারণেও এই দাঁত উঠে না।তবে দাঁত প্রথমবারের মত পড়ে গেলে তা উঠবেই আর যদি না উঠে বা দেরি হয় তবে বুঝতে হবে উপরোক্ত বিষয় এ সমস্যা ছিল।
আর একবার পড়ে যাওয়ার পর গজানো দাঁত আবার পড়ে গেলে তা উঠে না।