এই ঘটনাটি আমাদের মস্তিষ্কের কাজের ধরন এবং মনোযোগের সীমাবদ্ধতার কারণে ঘটে। এটি মূলত মনস্তাত্ত্বিক এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়ার একটি ফল।
আমাদের মস্তিষ্ক একসঙ্গে অনেক তথ্য প্রক্রিয়া করতে পারে না। যখন কোনো কিছু খুঁজে বের করার চেষ্টা করি, আমাদের মন সম্পূর্ণভাবে ওই কাজের প্রতি নিবদ্ধ হয় না। মনোযোগের এই বিভাজন বা সীমাবদ্ধতার কারণে জিনিসটি চোখের সামনেও থাকলে তা লক্ষ্য করা মিস হতে পারে।
আমরা কোনো জিনিসকে একটি নির্দিষ্ট জায়গায় খুঁজতে চাই, কারণ আমাদের মস্তিষ্ক মনে করে সেটি সেখানেই থাকার কথা। কিন্তু বাস্তবে সেটি ভিন্ন স্থানে থাকতে পারে। এই মনস্তাত্ত্বিক প্রবণতাকে বলে "Expectation Bias"।
উদাহরণ: চাবি সাধারণত টেবিলে থাকে বলে ভাবি, কিন্তু সেটি হয়তো অন্য কোথাও রাখা হয়েছে।
এটি একটি সাধারণ মানসিক প্রবণতা এবং সবার ক্ষেত্রেই ঘটে। তবে ধীরে ধীরে মস্তিষ্ককে এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রশিক্ষিত করা সম্ভব।