Tania Khatun
দেখুন মানুষ এই ধরনের পরিস্থিতিতে তখনই পড়ে যখন তার মধ্য যথেষ্ট মনোবল না থাকে। অর্থাৎ ব্যক্তি আত্নবিশ্বাসী না হলে। এবং মানব মস্তিষ্ক এমন ভাবে কাজ করে যে,যে কোনো আচরণ মাত্র কয়েকদিন করলে তা আমাদের অভ্যাসে পরিণত হয়। শুধু আচরণ না আমাদের চিন্তার ক্ষেত্রেও বিষয়টা ঠিক একই রকম আপনি কিছুদিন শুধু নিজেকে ইতিবাচক চিন্তার মধ্য রাখবেন দেখবেন আপনি ইতিবাচক মানুষ হয়ে উঠেছেন। এবং জীবনকে সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন।তেমনি অপর পৃষ্ঠাওআছে নেতিবাচক চিন্তা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। অর্থাৎ আমি এটাই বোঝালাম মানুষের সাইকোলজি কতটা গুরুত্বপূর্ণ। আপনি আপনার এই অবস্থা থেকে বের হ ওয়ার জন্য যেটা করবেন প্রথমত যে বিষয় সম্পর্কে কথা বলবেন সেটা আরও ভালো করে জানার চেষ্টা করূণ। তারপর নিজের আউটপুট না ভেবেই বলতে শুরু করূণ। নিজের আচরণ সম্পর্কে অতিরিক্ত ভাববেন না।এবং সবসময় নিজেকে বলুন আপনি পারেন,,আপনি পারবেন,,আপনি আত্নবিশ্বাসী।এতে করে আপনার মাথা এই কথাগুলো গ্রহন করবে। এবং কিছু দিন ধরে চর্চা করলে আপনি দেখবেন আপনার আচরণ পরিবর্তিত হচ্ছে। আর পরিবর্তন যখন আপনাকে আনন্দ দিবে তখন বাকিটুকু পরিবর্তন এমনিতেই হয়ে উঠবে। মোটের ওপর এটাই বলব আত্নবিশ্বাসী হন,,নিজের সব ধরনের চিন্তাকে গুরুত্ব দিবেন না।