Nishat Tasnim-
জি। আমরা খালি চোখে দেখতে না পেলেও প্রতিনিয়ত ডেড স্কিন (ত্বকের উপর মৃত কোষ) জমতে থাকে মুখের ওপর। এই মরা কোষ নিচের নতুন কোষের সঙ্গে মিশে থাকে। এগুলো ঠিকমতো পরিষ্কার না করলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দেয়।
যেমন-ত্বকের লোমকূপ বন্ধ হয়ে যাওয়া, ইনফেকশন, ব্রণ ইত্যাদি দেখা যায়। তাই ত্বক সব সময় নিয়মিত ভালো মানের ফেস ওয়াশ বা সাবান দিয়ে পরিষ্কার করতে হবে।
শীতের সময় এই মরা কোষ ত্বকের উপরিভাগকে মলিন করে। তাই শীতের সময় ভালো মানের ময়েশ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে হবে। পাশাপাশি নতুন কোষ যাতে সুস্থ থাকে তার জন্য প্রচুর এন্টি অক্সিডেন্ট এবং প্রোটিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। সঙ্গে ত্বকের অভ্যন্তরীণ হাইড্রেশনের জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। মাথার ত্বকও নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
আশা করি প্রতিনিয়ত উক্ত নিয়ম গুলো ফলো করলে ডেড সেলস গুলো ফেইসের উপর থেকে দূর করা সম্ভব হবে।