Nishat Tasnim-
এগুলো কে বলা হয় "Fire Rainbow" অথবা "Rainbow Clouds" অথবা "Iridescent Clouds"। বিরল এই দৃশ্যটি দেখা যাবে সূর্যের আলোর অপবর্তনের কারণে। যখন মেঘযুক্ত আকাশে প্রায় সমান সাইজের পানিকণা ভিন্ন ভিন্ন পরিমাণে আলো বিক্ষিপ্ত করে এবং সেখানে ভিন্ন ভিন্ন আলোক রশ্মি বিচ্যুত তখন এই বহুবর্ণিল মেঘ দেখা যায়।
বিশেষত ফ্লোরিডা, সাউথিস্ট এশিয়া, আফ্রিকা ইত্যাদি অঞ্চলে রেইনবো ক্লাইড বেশি দেখা যায়।
অপবর্তন : আলোকরশ্মি যখন কোন তীক্ষ্ণ ধার ঘেঁষে যায় তখন তা যে পথে গিয়ে পর্দায় পরার কথা সে পথের কিছু আগেও অস্পষ্ট একটা আলো ছায়ারএকটা খেলা দেখা যায়, এটাই অপবর্তন।
© Mobin Sikder (Science Bee Family)