Nishat Tasnim-
না। মেঘ জলীয়বাষ্প দিয়ে তৈরি। জলীয়বাষ্প পানির কণার বায়বীয় রুপ, এবং এইসব পানির কণা এতোই ছোট যে এগুলো সহজেই বাতাসে ভেসে যায়। তাই মেঘের উপর হাঁটা সম্ভব নয়। তবে মেঘে পানির কণার পাশাপাশি আছে ধুলোবালির ক্ষুদ্র ক্ষুদ্র কণা। আপনি যদি মেঘের উপর হাঁটতে চান তবে আপনাকে অনেক ধুলোবালির কণা জমা করতে হবে এবং পাশাপাশি বাতাসের আদ্রতার প্রয়োজন হবে। ধুলোবালির কণা ও বাতাসের আদ্রতার সংমিশ্রণে মেঘের উপর কঠিন স্তর তৈরি করতে পারলে হাঁটা যাবে বা ঘুমানো যাবে।